নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপারধে তিন খেজুর গুড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার রাত্রিতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার র্যাব ক্যাম্পের বিশেষ অপারেশন দল গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পুড়ান পাড়ায় তিন ভেজাল খেজুর গুড় কারখানায় অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন র্যাব কমান্ডার এএসপি মাসুদ রানা।
অভিযানে মুক্তার শাহ,সুজন আহম্মেদ ও আলামিন এই তিন খেজুর গুড় ব্যবসায়ীর কারখানায় অভিযান চালিয়ে তাদের তৈরিকৃত ভেজাল গুড় জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তিন খেজুর গুড় ব্যবসায়ীর প্রত্যেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ ও ৫০ ধারা অনুসারে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোহাম্মদ আবু রাসেল। পরে জব্দকৃত মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।