সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুরখনন বন্ধে মানববন্ধন

গুরুদাসপুরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুরখনন বন্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
আদালতের নিষোজ্ঞা উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনয়নের মাঝপাড়া মাঠের তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে মানববন্ধন করেছে জনসচেতন এলাকাবাসী।

দুপুরে গুরুদাসপুর উপজেলা মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের সচেতন এলাকাবাসীর আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম ও জিয়াউর রহমান। এসময় বক্তরা তিন ফসলি কৃষি জমি রক্ষায় অবিলম্বে অবৈধভাবে পুকুর খনন বন্ধে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবী জানান।

কৃষি জমি রক্ষায় মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কৃষান-কুষানী ছাড়াও নানা শ্রেণি পেশার সচেতন জনসাধারন মানববন্ধনে অংশগ্রহণ করে অবৈধ পুকুর খননের প্রতিবাদ জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …