সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

গুরুদাসপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
“শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩টায় উপজেলার বিলষাগ্রামে শ্যামলের চাতালে তথ্য আপা কেন্দ্রের আয়োজনে মাধ্যমে গ্রামীণ তৃনমূল মহিলাদের তথ্য সেবা প্রদানের পাশাপাশি তাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে গ্রামীণ তৃনমূল মহিলাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোঃ নাহিদ হাসান খান,খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন। এসময় বক্তরা বলেন,বর্তমান সরকার গ্রামীণ তৃনমূল মহিলাদের জীবন ও তাদের জীবিকামান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পরে তথ্য কেন্দ্রের মাধ্যমে অতিথিরা নিজ হাতে ৫০জন গ্রামীণ তৃনমূল মহিলাদের প্রত্যককে ১০০টাকা করে তুলে দেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …