রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ঢালাই ক্রিকেট পিচ উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে ঢালাই ক্রিকেট পিচ উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরের যুব সমাজ অবক্ষয় রোধে ও শিশুদের খেলাধুলায় মাঠমুখী করতে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিবলী নুমানী সোহেলের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত অনুশীলন ঢালাই ক্রিকেট পিচ উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে ওই অনুশীলন ঢালাই ক্রিকেট পিচ উদ্বোধন ও নজরুল প্রগতি সংঘের ৪৫জন খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু রাসেল ও অর্থদাতা আলহাজ্ব মো.শিবলী নুমানী সোহেল। উদ্বোধন শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল ও অর্থদাতা সেভেন রিংস সিমেন্টের জেনারেল ম্যানেজার শিবলী নুমানী সোহেল।

এসময় নাটোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, নাটোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো.আব্দুর রহিমসহ খুবজিপুর নজরুল প্রগতি সংঘের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …