নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা-রুহাই এলাকার একটি ডোবা থেকে উজির আলী (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের রহস্য উদঘাটনের চেষ্টা করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হয় উজির আলী। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়না তার। মঙ্গলবার ভোরে রুহাই এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন এলাকাবাসী। রাতে হালকা বৃষ্টির সাথে মেঘের গর্জন হচ্ছিলো। তখন বজ্রপাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে তার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে পরিবার ও এলাকাবাসীর মতে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …