বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধর জীবন ও মরনের শ্রেষ্ঠ সহযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠতম সংগঠক শহীদ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক মিনিট নিরবতার পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা আরম্ভ হয়। উক্ত আলোচনা সভার সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, ছয় ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ। এসময় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত …