নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও পৌরসভা পরিদর্শন এবং নিজ তহবিল হতে পরিদর্শিত বিদ্যালয়ে ২৩টি ফ্যান বিতরণ করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। আজ সকালে ওই বিদ্যালয় ও পৌরসভা পরিদর্শন করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদানের মান, পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। পরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রবেশ পথে দেয়ালে লাগানো শিক্ষার্থীদের চিত্রাঙ্কন করা জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখার পর প্রধান শিক্ষক জাহাগীর আলম মিঠুর নিকট ২০টি সিলিং ফ্যান ও ৩টি স্ট্যান ফ্যান(ঝড় ফ্যান) হস্তান্তর করেন তিনি। শেষে তিনি বিদ্যালয়ের নানাবিধ বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, ইউএনও মো.তমাল হোসেন,সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল। তিনি গুরুদাসপুর পৌরসভা পরিদর্শন শেষে উন্নয়নে পৌর মেয়র মো.শাহনেওয়াজ মোল্লার সাথে মতবিনিময় করেন।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …