নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের উপজেলা পর্যায়ের কর্মকতাগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও মাদক, জঙ্গি, সন্ত্রাস, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় শেষে ইসলামিক ফাউন্ডেশনের মাওলানাদের সাথে ওই প্রতিরোধ শীর্ষক সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক মো.শামীম আহম্মেদ।

এসময় জেলা প্রশাসক বলেন, জেলাকে সকল প্রকার অপরাধমুক্ত করতে সবাইকে এক পরিবার হয়ে কাজ করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল ও ইসলামিক ফাউন্ডেশনের সকল মাওলানাগণ।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …