নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের জীববৈচিত্র্য রক্ষায় চলনবিল অধ্যষিত সকল এলাকায় পাখি শিকার ও নানা জলজ প্রাণী শিকার বন্ধে জনসচেতনতায় বিশেষ উঠান বৈঠক করেছেন উপজেলা প্রশাসন। আজ বিকালে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামে উপজেলা প্রশাসন আয়োজনে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তমাল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ও গুরুদাসপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাগীর আলম মিঠু।
এ সময় বক্তরা বলেন, চলনবিল অধ্যষিত সকল এলাকায় জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে পাখি শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এই অবৈধ কাজ বন্ধে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি উপজেলা প্রশাসনকে এই মহতি কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত জনসাধারনকে বিশেষ অনুরোধ জানানো হয়।
এ সময় খুবজিপুর ইউনিয়নের পরিবেশকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …