বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গুরুদাসপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সষ্টিটিউট এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৫ঘটিকায় ইন্সষ্টিটিউট ক্যাম্পাসে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইন্সষ্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সবুজ।

এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শ্রী রাজকুমার কাসি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিয়ার রহমান বাধনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেত না। আমরা কখনও স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও ভাবনার কথা উল্লেখ করে তার অসমাপ্ত কাজগুলো পূরণের কথা বলেন।

শোকসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …