নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ঘটিকায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাজিরপুর ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোকসভার সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শওকত রানা লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলা জজ কোর্টের বিশেষ পিপি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ. কে.এম শাহজাহান কবীর,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আতিয়ার রহমান ও সাধারন সম্পাদক মোঃ শুভাশীষ কবিরসহ প্রমুখ।
বক্তরা বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না থাকলে বাংলাদেশে একটি দেশ হিসেবে স্বীকৃতি পেত না। আমরা কখনও স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও ভাবনার কথা উল্লেখ করে তার অসমাপ্ত কাজগুলো পূরণের কথা বলেন।
শোকসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর আতœার মাগফিরাত কামানায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …