বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত

গুরুদাসপুরে জাতীয় শিক্ষক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় শিক্ষক দিবস। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর আলমসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক আলমগীর ও প্রভাষক নাসরিন সুলতানা।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …