শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মহিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগান’কে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। মৎস্য সপ্তাহ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

রবিবার ২৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ওই মৎস্য সপ্তাহ কর্মসূচীর উদ্বোধন করবেন। এছাড়াও উক্ত কর্মসূচী বাস্তবায়ন ও প্রচারণায় সহযোগীতা কামনা করেন তিনি।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …