বুধবার , নভেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / কৃষি / গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা কার্যালয় আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ঘটিকায় “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে মৎস্য চাষে জনচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস রোকসানা আক্তার, উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। র‌্যালিতে উপজেলার সকল মৎস্যজীবী ,মাছ ব্যবসায়ী ও মাছের ফিড ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।

পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর কবির। বক্তরা বলেন,মাছ চাষের টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার মাছ উৎপাদনে অবদানের স্বীকৃতি স্বরুপ মোঃ জাকির হোসেন,মিলন্টন ও ফিরোজুল ইসলামকে এবং ভেজাল মুক্ত মাছ খাদ্য উৎপাদনের স্বীকৃতি স্বরুপ মোঃ আলতাব হোসেনকে কেষ্ট তুলে দেওয়া হয়।

আরও দেখুন

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন জেল, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২)’র যাবজ্জীবন জেল ৫০ হাজার …