নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা জুড়ে সঠিকভাবে জন্ম ও মৃত্যৃ নিবন্ধন বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভার সভাপতি নির্বাহী অফিসার তমাল হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বকুম কুমার রায়, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন। এসময় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান, ছয় ইউনিয়ন সচীবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
