শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভা

গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এসময় উপস্থিত কন্যা শিশু অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কন্যা শিশুদের দেশের সম্পদ রুপে গড়ে তুলতে নানাবিধ প্রদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে গৃহিত অনেক এখন প্রদক্ষেপ দৃশ্যমান। তাই আপনারা আজকের কন্যা শিশুদের বাল্যবিবাহ না দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আপনার পরিবারের সম্পদ ও দেশের সম্পদ করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রদক্ষেপ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.নিলুফা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন, উপজেলার অন্যান্য কর্মকর্তা ও মহিলা বিষয়ক অফিসের সদস্যভুক্ত নারীগণ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …