নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“ সময়ের অঙ্গিকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপিত। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলার পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি প্রমুখ। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারী জাগরণ, শিশুদের অধিকার, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …