বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“ সময়ের অঙ্গিকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপিত। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলার পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি প্রমুখ। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারী জাগরণ, শিশুদের অধিকার, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …