বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

গুরুদাসপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে উদযাপিত হয়েছে ২৪ তম জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ
আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা ও উপজেলা এনডিপির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …