সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জাতীয় শোক দিবসে আলোচনা, দোয়া ও সম্মাননা প্রদান

গুরুদাসপুরে জাতীয় শোক দিবসে আলোচনা, দোয়া ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জাতীয় শোক দিবসে আলোচনা, দোয়া ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুরুদাসপুর পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করে যারা নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছিলেন প্রবীর কুমার বর্মন, নির্মল কুমার কুন্ডু, অশোক কুমার সাহা এই তিন জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া কামনা করা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …