বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধ এক বৃদ্ধকে কুপিয়ে জখম

গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধ এক বৃদ্ধকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে জমি বিরোধে মহর আলী নামে ৬০ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

এলাকাবাসী জানায়,উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মহর আলীর সাথে একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী ওয়াকিলের।

বুধবার সকালে মহর আলী পুকুরটি পরিস্কার করলে ক্ষুদ্ধ হয় ওয়াকিল।
ওইদিন সন্ধ্যায় মহর আলী নওপাড়া বাজারে গেলে সেখানে অবস্থান নেয়া ওয়াকিল তার সহযোগীদের নিয়ে হামলা চালায় তার ওপর।
মহর আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে মহর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুদাসপুর থানার (ওসি ) মোজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …