শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

গুরুদাসপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যের আলোকে নাটোরের গুরুদাসপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. মতিয়র রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা ও উপজেলার সহকারী প্রোগ্রামার মো. শাহিনুর রহমান প্রমুখ।

এসময় চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলার সাংবাদিকবৃন্দসহ ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জন্ম ও মৃত্যু সনদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। যেহেতু সাকসেশন সাটিফিকেট, ইন্সুরেন্স এবং জমি-জমার ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সেই জন্য জন্মনিবন্ধন যেমন প্রয়োজন মৃত্যু নিবন্ধনও প্রয়োজন। তাই বিষয়টিকে আরো কার্যকর করতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন করার জন্য সকলকে আহব্বান করেন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …