বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে জন্ম মৃত্যু নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন

গুরুদাসপুরে জন্ম মৃত্যু নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজনে তিনব্যাপি বিনামূল্যে জন্ম মৃত্যু নিবন্ধন ক্যাম্প উদ্বোধন ও বাল্যবিবাহ বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলার শিধুলি ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ক্যাম্পের উদ্বোধন ও শিশু জন্ম সনদ বিতরণ করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো, তমাল হোসেন,সহকারি কমিশনার(ভূমি) মো.আবু রাসেল ও ইউপি চেয়ারম্যান মো.আব্দুল মতিন মাস্টার। পরে শিধুলি সরকারি প্রাথমিক মাঠে বাল্যবিবাহ বিরোধী উঠান বেঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক মোঃ শামীম আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী(ইউএনও) মোঃ তমাল হোসেন,ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।

এসময় উপস্থিত বাবা ও মায়েদের উদ্দেশ্যে বক্তরা বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই বাল্যবিবাহ না বলে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …