নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে তিন দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সেইসাথে নিবন্ধনে আসা মানুষদেরকে ছোট কম্বল ও তোয়ালে প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় চাপিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মোঃ তমাল হোসেন। এসময় ইউপি সচিব মো. আজহারুল ইসলাম, ইউপি সদস্য খলিলুর রহমান, আব্দুল হান্নান, আব্দুর রহমান, মহিলা মেম্বার মোমেনা বেগম, রাহীমা খাতুন, বুলবুলি পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রথম দিনেই ওই উদ্বুদ্ধকরণ ক্যাম্পে আগত স্থানীয় জনসাধারণ ভীড় জমান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চাপিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষকে উদ্বুদ্ধ করতে এই ফ্রি ক্যাম্প করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান থাকবে।
আরও দেখুন
তারুন্যের উৎসব-২০২৫
বাগাতিপাড়ায় জুলাই ৩৬ বিষয়কচিত্রাংকণ প্রতিযোগিতা নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায়৫১ …