নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র দুঃস্থ শিশু-কিশোরদের মাঝে পোশাক বিতরণ করা হয়। আজ ৩০ এপ্রিল শনিবার বেলা এগারটার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই পোশাক বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক হাজী আমানত আলী শেখ। পাঁচ শতাধিক শিশু-কিশোর ছেলেমেয়ের মধ্যে এই পোশাক বিতরণ করা হয়।
এ সময় পোশাক বিতরণে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হিসেবে এখানে তাকে সহায়তা করেন। পবিত্র ঈদুল ফিতরের আগে পোশাক পেয়ে শিশু-কিশোরদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, প্রতি বছর তিনি বিভিন্ন উৎসবে অসহায় মানুষদের মাঝে পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আরও দেখুন
লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …