নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা, পৌর ও বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে উৎসব মুখোর পরিবেশে আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিয়ার রহমান বাঁধনের সভাপতিত্বে ওই কলেজ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহসভাপতি এড. কোহেলী কুদ্দুস মুক্তি। জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুর রহিম মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, প্রভাষক নাসরিন সুলতানা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুবাশিষ কবির, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, অত্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সজিব প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …