নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে হাঁসমারী মফিজ উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১” বিষয়বস্তুর উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় উপজেলা প্রশাসন আয়োজনে এই উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
উক্ত উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান।
বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন জাতির জনক বঙ্গবন্ধুর জীবনকাহিনী, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদানের কথা,বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে যাদের অগাধ ভূমিকা ছিল তাদের নাম ও তাদের অবদান।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত বক্তৃতায় দশম শ্রেণীর ছাত্রী উম্মে সালমা প্রথম স্থান,সুমাইয়ি জাহান সুমি দ্বিতীয় স্থানও শাহানাজ পারভীন তৃতীয় স্থান অর্জন করেন।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে চেতনায় বঙ্গবন্ধু ও ’৭১ বিষয়ে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …