নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত হযরত আলী মশিন্দা ইউনিয়নের সাহাপুর কলিপাড়া এলাকার মৃত কলি প্রামানিকের ছেলে। গত শুক্রবার দুপুরে তিনি আত্মহত্যা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হযরত উপজেলার চাঁচকৈর বাজারের সরদার এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন। গত (২৯মে) শনিবার চাউল কেনার জন্য ঠাকুরগাঁও শিবগঞ্জে যান। (৩০মে) চাউল নিয়ে ট্রাকযোগে আসার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা হযরত কে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে চাউলসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ হযরতকে উদ্ধার করে পরিবার ও সরদার এন্টারপ্রাইজের মালিক সাইফুল আলীকে জানালে তারা হযরতকে নিয়ে আসেন। এরপরে গত শুক্রবার বাজারে গিয়ে চিরকুট লিখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। তবে চিরকুটে কি লেখা আছে এবিষয়ে কেউ মুখ খোলেনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, নিহতের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
