বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা

গুরুদাসপুরে চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর পৌর সদরে অবস্থিত চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। শুক্রবার সকালে গুরুদাসপুর বাজারে প্রায় ১০০ জন চা দোকানী ও সেলুনে কর্মরত কর্মচারীদের মাঝে ওই খাবার বিতরণ করেন তিনি।

আহম্মদ আলী মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে চা দোকানী ও সেলুন কর্মচারীদের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। প্রায় সকলের বাড়িতে খাবার ছিলো না। তাদেরকে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যত টুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি।

ইতিমধ্যেই অসহায় দুস্থ হত দরিদ্র প্রায় ১৫০০ পরিবারের মাঝে দুই ধাপে খাবার বিতরণ ও নগদ অর্থ প্রদান করেছি। আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …