নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের অবৈধ,লাইসেন্সবিহীন ও জীবন বিপন্নকারী ৪টি প্রাইভেট ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে ৪লক্ষ ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সকালে গুরুদাসপুর উপজেলার হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ,আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টার এই চারটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের বিশেষ টিম অভিযানে ক্লিনিকগুলোতে বিভিন্ন ক্রটি পাওয়ায় ওইখানেই ভ্রাম্যমান আদালতে বসিয়ে এই জরিমান করা হয়।
ভ্রাম্যমান আদালতে ভোক্তাধিকার আইনের ২০০৯এর ৫২ধারায় পর্যায়ক্রমে হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারকে ২লক্ষ টাকা, আল্পনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১লক্ষ টাকা, চলনবিল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০হাজার টাকা ও তানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেষ্ট ও সহকারী কমিশনার(ভূমি) আবু রাসেল। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।