রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে চলনবিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গুরুদাসপুরে চলনবিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর .
নাটোরের গুরুদাসপুরে চলনবিল একাডেমির আয়োজনে চলনবিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম,উপজেলা ক্রীড়া সম্পাদক রাজকুমার কাশি,সহসম্পাদক মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমানসহ প্রমুখ। উক্ত ফাইনাল টুর্ণামেন্টে তাড়াশ উপজেলার দুইটি দল সবুজপাড়া একাদশ বনাম বারহাসঁ একাদশ অংশগ্রহণ করে। খেলায় বারুহাস একাদশ ২-১ গোলে সবুজপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ মিলে চ্যাম্পিয়ন ও রার্নার আপ উভয় দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *