নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চমক দেখাতে পারেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নদী দেওয়ান। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কলম প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি। এই সংরক্ষিত আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে নদী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নদী নারদ বার্তাকে জানান, নাটোর জেলার মধ্যে আমিই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী। আমাদের অবজ্ঞা করার সুযোগ নেই। সৎ শিক্ষিত প্রার্থী হিসাবে আমাকে এলাকাবাসী বেঁছে নিয়েছেন। আমি প্রার্থী হয়ে যেমন চমক সৃষ্টি করেছি তেমনি এলাকাবাসীর রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়তে চান তিনি।
স্থানীয় আব্দুল মান্নান, রহিমাসহ অনেকেই বলেছেন, মহিলা প্রার্থীকে অনেকবার ভোট দিয়েছি। এবার তৃতীয় লিঙ্গের নম্রভদ্র নদীকে ভোট দিয়ে দেখি কি হয়। কারণ নদী বিগত দিনে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, ঝিনাইদহের ত্রিলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনেক হিজড়া এখন উৎসাহিত হয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …