নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার উত্তর নারীবাড়ি গ্রামের মোজাম্মেল হক বিদ্যুত নামে এক প্রবাসীর স্ত্রী রেশমা আক্তারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাদাত বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্বজনরা জানায়, স্বামী মালয়েশিয়া থাকায় ৫ বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে রেশমা আক্তার শ্বশুর বাড়িতেই থাকতেন। তবে কি কারণে হঠাৎ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছেনা। ছোট শিশুকে নিয়ে সুখে-শান্তিতেই বসবাস করে আসছিল রেশমা। প্রায় ৬ বছর আগে পারিবারিকভাবে নিজের খালোতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়। অভাব অনটনের কারণে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ যান মোজাম্মেল হক বিদ্যুত।

শনিবার রাতে ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় রেশমার মৃতদেহ দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে শনিবার রাতে মরদেহ উদ্ধার করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য রেশমার মরদেহ নাটোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

৪০ বছর ইমামতির অবসান, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন ইমাম জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক লালপুর………………………নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানকে …