রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গুরুদাসপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরে:
নাটোরের গুরুদাসপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হুকুম আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত হুকুম আলী গুরুদাসপুরের বিলকাঠর (গুচ্ছগ্রাম) এলাকার মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে নারদ বার্তাকে জানায়, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাত নয়টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কাচিকাটা বাজার সংলঘ্ন এলজিইডি গোডাউনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ তিন হাজার টাকা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেছিলো বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা রয়েছে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …