সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

গুরুদাসপুরে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে দেড় কেজি গাঁজাসহ আরিফ (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ১১টার দিকে উপজেলার নওপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক আরিফ উপজেলার নওপাড়া এলাকার শহিদুল আকন্দ এর ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল তার নেতৃত্বে উপজেলার নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে গাঁজা সংরক্ষণ ও বিক্রয়কালে আরিফকে দেড় কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই গাঁজা বিক্রয়ের জন্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জনসমক্ষে স্বীকার করে। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …