সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে গরুবোঝাই ভুটভুটি উল্টে ব্যবসায়ী নিহত

গুরুদাসপুরে গরুবোঝাই ভুটভুটি উল্টে ব্যবসায়ী নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর তালবাড়িয়া নামক স্থানে গরু বোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভুটভুটিতে থাকা ফয়েজ উদ্দিন (৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ ৫ মার্চ মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার তালবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ উদ্দিন উপজেলার পাঁচশিশা গ্ৰামের গুল মাহমুদের ছেলে। এসময় উপজেলার খামারপাথুরিয়া গ্ৰামের অপর ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে রবিউল করিম (৩৮) আহত হন। 

বনপাড়া হাইওয়ে পুলিশ জানান, আজ মঙ্গলবার সকালে গুরুদাসপুর উপজেলার পাঁচ শিশা গ্ৰাম থেকে গরু বোঝাই একটি ভটভটি সিরাজগঞ্জের চান্দাইকোনা রওনা দেয়। পথে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের উদবাড়িয়া নামক স্থানে পৌঁছালে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের পাশে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী রবিউল এবং ফয়েজ উদ্দিন  গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ উদ্দিনকে  মৃত ঘোষণা করেন। রবিউল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …