শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গুরুদাসপুরে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য নিরাপদতা শীর্ষক এক সেমিনার অুনষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল ও ওসি (তদন্ত) মোহাম্মদ মনোয়ারুজ্জামান।

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ’ শ্লোগানে মুজিববর্ষে কাভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নিরাপদ খাদ্য আইন, অনিরাপদ খাদ্য তৈরী ও বাজারজাতকরণের সাথে জড়িতদের ও দন্ড বিষয়ে বিস্তারিত আলোকচিত্র উপস্থাপন করেন নাটোর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং মুক্ত আলোচনা করা হয়।

সেমিনারে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …