রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / গুরুদাসপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া সামগ্রী উপকরণ হিসেবে ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ তমাল হোসেন।

আজ বিকাল ৪টায় উপজেলা প্রসাশন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ক্রীড়া সামগ্রী উপকরণ হিসেবে ফুটবল বিতরণ করা হয়।এসময় মাঠে প্রশিক্ষণ প্রাপ্ত ফুটবল খেলোয়াড়দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজকুমার কাশী।এছাড়াও এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মো. মিজানুর রহমানসহ খুবজিপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মো. মিজানুর রহমান এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ তমাল হোসেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …