নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
করোনা ভাইরাস প্রতিরোধ করতে এবং জনসচেতনতা বাড়াতে রাতের বেলা ক্যারাম বোর্ড-চায়ের স্টলে জনসমাগম বন্ধ করতে অভিযান পরিচালনা করেছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে অবস্থিত চায়ের স্টল,ক্যারাম খেলা, জনসমাগম করে চায়ের স্টলে টেলিভিশন দেখা বন্ধ করেন এবং জনসচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউএনও তমাল হোসেন এবং গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম।
একদিকে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন ওই অভিযান পরিচালনা করেন। অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানে জনসমাগম বন্ধ করতে চায়ের স্টল-ক্যারামবোর্ড ও টেলিভিশন বন্ধ করেছে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …