নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা ও আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পুকুর খনন বন্ধ করেছে প্রশাসন। এসময় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় আয়ুব নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ইউএনও তমাল হোসেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় ওই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন। পরে উপজেলার আনন্দনগর এলাকায় আরো দুইটি পুকুর খনন বন্ধ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …