শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে কৃষকের বাড়িঘর ভাঙ্গচুর ও বৃদ্ধ বাবা মাকে মারধর ঘটনায় ইউপি সদস্য আটক

গুরুদাসপুরে কৃষকের বাড়িঘর ভাঙ্গচুর ও বৃদ্ধ বাবা মাকে মারধর ঘটনায় ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের এক কৃষকের বাড়িঘর ভাঙ্গচুর ও বৃদ্ধ বাবা মাকে মারধর ঘটনায় জড়িত ইউপি সদস্য আব্দুর রউফকে আটক করেছে পুলিশ। গত কাল রাত্রিতে গুরুদাসপুর বাজার থেকে আটক করা হয় ইউপি মেম্বর সদস্যকে। আটককৃত ইউপি সদস্য উপজেলার মশিন্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একজন মেম্বর।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, গত বুধবার ভোরে উপজেলার দড়িহাঁসমারী গ্রামে শাহাদত হোসেন নামের এক কৃষকের বাড়িঘর ভাঙ্গচুর ও তার বৃদ্ধ বাবা মাকে মারধরের ঘটনা ঘটে। ইউপি সদস্য রউফের বড় ভাই আব্দুল কুদ্দুসের সাথে একই গ্রামে বসবাসরত কৃষক শাহাদত হোসেনের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্য আব্দুর রউফের নেতৃত্বে বড় ভাই আব্দুল কুদ্দুস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কৃষক শাহাদত হোসেনের বাড়ি গিয়ে ঘরবাড়ি ভাঙ্গচুর করে পাশের ডোবায় ফেলে দেয়। বৃদ্ধ বাবা মা ভাঙ্গচুরে বাঁধা দিলে তাদেরও মারধর করতে থাকে। বৃদ্ধ বাবা মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসী বাহিনী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়।

পরে কৃষক শাহাদত হোসেন থানায় এসে বাড়িঘর ভাঙ্গচুর ও বৃদ্ধ বাবা মাকে মারধর করায় আব্দুল কুদ্দুস ও তার ভাই ইউপি সদস্য আব্দুর রউফের নামসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়ের পরপরই আসামীদের ধরতে অভিযানে বের হয় পুলিশ। অভিযানের এক পর্যায়ে গুরুদাসপুর বাজার থেকে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারকৃত ইউপি মেম্বর সদস্যকে নাটোর জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান,অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …