নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে চলতি ২০২১-২০২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করেছেন আব্দুল কুদ্দুস এমপি।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ।
উদ্বোধন শেষে রাসায়নিক সারসহ ৫০০ কৃষককে আমন ধান ও ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …