বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / কৃষি / গুরুদাসপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গুরুদাসপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানসহ বিভিন্ন সবজি বীজ ও রাসায়কনিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। কৃষকদের মাঝে ওই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
গত বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উদ্বোধনী দিনে ৯হাজার ২শত ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানসহ সবজি বীজ ও রাসায়নিক সার তুলে দেন প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ।

আরও দেখুন

নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক………………………… নানা অভিযোগে নাটোরে বিভিন্ন যানবাহনে জরিমানা করা হয়েছে। ফিটনেস ও রুট পারমিট না …