নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জালাল প্রামানিক (৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মদিনা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত ব্যক্তির মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
আহত কৃষকের ছেলে মিলন হোসেন জানান, কিছুদিন পূর্বে বৃ-কাশো মদিনা বাজার এলাকার হুরমুজ আলীসহ তার সহযোগিদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। সেই জেরে সোমবার সকালে তার বাবা জালাল প্রামানিক, চাচা দুলাল প্রামানিক চা খেতে মদিনা বাজারে যায়। সেখানেই পূর্ব পরিকল্পনা মোতাবেক তার বাবা ও চাচার ওপর দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় তারা। এসময় তার বাবার ডাক চিৎকারে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও দেখুন
নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …