সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে কুরআন শিক্ষা সমাপ্তিকরণ ও চেতনায় ৭১ অনুষ্ঠান

গুরুদাসপুরে কুরআন শিক্ষা সমাপ্তিকরণ ও চেতনায় ৭১ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুরআন শিক্ষা সমাপ্তিকরণ ও চেতনায় ৭১ অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঠ্য বইয়ের পাশাপশি কোরআন শিক্ষায় শিক্ষিত ৫ম শ্রেণীর ৪৩জন ছাত্র-ছাত্রীদের হাতে কুরআন শরীফ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।

আজ সকাল ১২টায় উপজেলার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে কুরআন শিক্ষা সমাপ্তিকরণ ও চেতনায় ৭১শীর্ষক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতি আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমির্টির সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহ-সভাপতি প্রভাষক মোঃ সাজেদুর রহমানসহ প্রমুখ। এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ মিলে ৫ম শ্রেণীর ৪৩জন ছাত্র-ছাত্রীদের হাতে মহা পবিত্র কুরআন শরীফ তুলে দেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …