নিজস্ব প্রতিবেদক ,গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের কিশোরকে বলৎকারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বলৎকার কিশোর গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় খলিফাপাড়ার একেন মাঝির ছেলে। আজকেই সকালে অভিযুক্তদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গুরুদাসপুর পৌরসদরের টুকুর ছেলে রবিন হোসেন, মুনছের মোল্লার ছেলে রাসেল হোসেন, মনিরুল ইসলামের ছেলে রবিন ও রঞ্জন শাহ্ এর কিশোর ছেলে মেহেদি হাসান। এঘটনায় সকালে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন বলৎকার কিশোরের মা রাবেয়া খাতুন।
জানা যায়, গত রবিবার বিকাল ৫টার দিকে রবিন হোসেন তাঁর চাকা লাগানো জুতা কেনার নাম করে চাঁচকৈড় বাজারে নিয়ে যায় কিশোরকে। সেখানে যোগ হয় অপর তিন জন। পরে সন্ধ্যার দিকে ভুক্তভোগীকে কৌশলে খামারনাচকৈড় খোয়ারপাড়া মফিজুল ইসলামের পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাঁরা সেই কিশোরকে মারপিট পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলৎকার করে রবিন হোসেন। এটা ভিডিও ধারন করে তাঁর তিন সহপাঠী। বলৎকারে চিৎকার শব্দে স্থানীয়রা ছুটে আসলে ভয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেয় স্থানীয়রা। বাড়ীতে এসে সব খুলে বললে মা রাবেয়া খাতুন সকালে থানায় চার জনের নামে মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয় পুলিশ। সকালে নিজ নিজ বাড়ী থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি জানান, মামলা দায়ের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন অভিযুক্তরা। অভিযুক্তদের নামে এলাকায় নানা অভিযোগ রয়েছে বলে তিনি আরও জানান। পরে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়।