নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মাঝে মেয়র কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

গুরুদাসপুরে কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মাঝে মেয়র কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া গুরুদাসপুর পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী। 

শুক্রবার বিকেল ৫টার দিকে গুরুদাসপুর হরিবাসর প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর একরামুল হক, ‘শাহনেওয়াজ আলী মেয়র জনকল্যাণ ট্রাস্টে’র পরিচালক ইমরান আলী শাহ ও  আব্দুস সালাম মোল্লা।

গত ১৯ এপ্রিল থেকে এপর্যন্ত ৮শ পরিবারকে ওই ট্রাস্ট থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা সংকট দূর না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে মেয়র শাহনেওয়াজ আলী জানিয়েছেন।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …