নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তায় কর্মসূচীর আওতায় হেল্থ ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হেল্থ ক্যাম্প আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন.উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিন প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জারী ডাক্তার সনজিতা সরকারের মাধ্যমে ওই হেল্থ ক্যাম্পে আসা দুগ্ধজাত মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …