রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / গুরুদাসপুরে করোনা বিজয়ী সাংবাদিককে সংবর্ধনা

গুরুদাসপুরে করোনা বিজয়ী সাংবাদিককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে করোনা বিজয়ী বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকা পরিবার ও থানা পুলিশের যৌথ আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দিবারাত্রী কার্যালয়ে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ।

দিবারাত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক আতহার হোসেনের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় পত্রিকার নিজস্ব ক্যাম্পাসে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ও দিবারাত্রী’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আব্দুল কাদের।
অন্যদের মধ্যে দিবারাত্রীর এমডি বাবুল হোসেন, সমাজসেবক এমদাদুল হক মোল্লা, কলামিষ্ট জালাল উদ্দিন শুক্তি, ভোরের কাগজ প্রতিনিধি মাজেম আলী, দৈনিক মুক্তপ্রভাত’র সম্পাদক রাশেদুল ইসলাম, আমাদের সময়’র প্রতিনিধি আখলাকুজ্জামান, সংগ্রাম’র প্রতিনিধি শহীদুল ইসলাম, আমার সংবাদ’র প্রতিনিধি আব্দুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সংবর্ধিত দিবারাত্রীর নির্বাহী সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি আলী আক্কাছকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অতিথিরা। উপস্থিত জনতা, থানা পুলিশ ও সাংবাদিক করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

টিসিবি পণ্য পরিবেশক বাবুল হোসেন বলেন, গুরুদাসপুরের বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছ করোনা যুদ্ধে বিজয়ী হওয়ায় তাঁর সম্মানে টিসিবি’র পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …