সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে করোনা প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবককে মারপিট
আহত স্বেচ্ছাসেবক

গুরুদাসপুরে করোনা প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবককে মারপিট

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুরে আড্ডাবাজি বন্ধ করতে বলায় দেলোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবককে মারপিট করেছে বখাটেরা। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারে। আহত দেলোয়ার হোসেন নাজিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঐ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। তিনি নাজিরপুর ইউনিয়নের একজন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত দেলোয়ার হোসেন জানান, শ্যামপুর গ্রামের মজনু খার ছেলে লাল মিয়া, আব্দুর রহিমের ছেলে সেলিম হোসেন, ফেরদৌস আলীর ছেলে সবুজ আলী, মৃত বিরাম হোসেনের ছেলে মুনছের আলী এবং চন্দ্রপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে রনি আহম্মেদ ওয়াপদা বাজারের নন্দকুজা নদীর পাশে বাঁশের চাটার ওপর গাদাগাদা করে বসে গল্প আড্ডা করছিল। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সেচ্ছাসেবক হিসাবে আমি অভিযুক্তদের করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কথা বলতে থাকি। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে কাঠের ষ্টাম্প ও বাটাম দিয়ে মারপিট করে পালিয়ে যায়। এসময় আমার ডাকাডাকি ও চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে আমার প্রাণ রক্ষা করে। পরে তারাই আমাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …