নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো. আলাল শেখ এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার প্রমূখ। আলোচনা সভায় নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলে পুলিশিং ডে পালন উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
আরও দেখুন
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে
ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …